Search
Close this search box.
Search
Close this search box.

lebanon-mizanলেবাননের সাইদা জেলায় ওয়াদিজিন এলাকায় মিজান মিয়া (২৭) নামে এক বাংলাদেশি যুবকের অকাল মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় দেশটির সাইদার স্থানীয় মার্কাজি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত মিজান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাহেজ মিয়ার সন্তান।

জানা গেছে, মিজান মিয়া দীর্ঘ ৯ বছর আগে লেবাননে আসেন। সে সাইদা জেলার একটি জেনারেটর কোম্পানিতে বৈধভাবে কাজ করে আসছিলেন। গত ২ সপ্তাহ ধরে মিজান মিয়া ঠান্ডাজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ ছিল। গত বুহস্পতিবার তার শ্বাসকষ্ট শুরু হলে নিয়োগকর্তা তাকে হাসপাতালে ভর্তি করে। পরে শুক্রবার রাত ৯টায় তার মৃত্যু হয়।

chardike-ad

হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছে, অতিরিক্ত শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে। এদিকে তার মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বৈরুত দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন তার পরিবারসহ প্রবাসী বাংলাদেশিরা।