লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে কাউসার ভূঁইয়া (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৯টায় এন্তালিয়াস এলাকায় হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
জানা যায়, কাউসার ভূঁইয়া সাত বছর আগে লেবাননে আসেন। একটি রেস্টুরেন্টে কাজ করতেন। বৃহস্পতিবার কর্মরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে তার মালিক দ্রুত স্থানীয় চারাহাল হাপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পরেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের হিমঘরে রয়েছে। কাউসার ভূঁইয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার গুলখার গ্রামে। বাবার মরহুম জমশু ভূঁইয়া।
এদিকে তার মৃত্যু সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বৈরুত দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন তার পরিবারসহ স্থানীয় সহকর্মীরা।