ইতালিতে মায়ের সামনে জানালা দিয়ে পড়ে প্রবাসী বাংলাদেশির ৪ বছর বয়সী কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দেশটির উত্তরের জেনোয়া শহরে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম তাসনোভা হোসেন আদিবা। সে ইতালি প্রবাসী মনোয়ার হোসেন মুন্না ও শামিম আরা দম্পতির মেয়ে। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরে।
মুন্না জানান, প্রচণ্ড শীতের কারণে ছোট মেয়ে আদিবাকে ঘরে রেখে অন্য দুই সন্তানকে নিয়ে আসতে স্কুলে যান শামীম আরা। উপর থেকে মাকে ফিরতে দেখে জানালা খুলে নিচের দিকে তাকাতেই পড়ে যায় শিশুটি। এ সময় দৌঁড়ে গিয়েও তাকে রক্ষা করতে পারেননি শামিম আরা।
গুরুতর আহত অবস্থায় মেয়েকে নিয়ে তিনি পাশেই স্বামী মনোয়ার হোসেনের দোকানে যান। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন শামিম আরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে তিনি এখন বাসায় অবস্থান করছেন। মেয়েটির বাবা জানান, পুলিশ তাদের দুজনকে থানায় ডেকে নিয়ে আসে। এ ঘটনায় সরকার বাদী হয়ে একটি মামলা করেছে।