সিউল, ৬ মে ২০১৪:
দক্ষিণ কেরিয়ায় গত ১৬ এপ্রিল সংঘটিত ফেরি দুর্ঘটনাস্থলে কাজ করার সময় মঙ্গলবার একজন ডুবুরির মৃত্যু হয়েছে। কোস্টগার্ডের মুখপাত্র কো মিউং-সুক সাংবাদিকদের জানান, ৫৩ বছর বয়সী লী দুর্ঘটনাস্থলে প্রথমবারের মতো ডুব দিয়ে ২৫ মিটার গভীরে পৌঁছলে শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভোগেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে একটি হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।
এখনো ঘটনার পূর্ণ বিবরণ পাওয়া যায়নি। তবে বার্তা সংস্থা ইয়নহাপ জানায়, লী বেসরকারি প্রতিষ্ঠান আনডাইন মেরিন ইন্ডাস্ট্রিজের একজন অভিজ্ঞ সদস্য ছিলেন। দুর্ঘটনায় ডুবে যাওয়া নৌযান থেকে প্রবল স্রোত ও লবণাক্ত পানির বৈরি অবস্থা মোকাবেলা করে লাশ খুঁজে বের করা ও উদ্ধারের কঠিন কাজে নিয়োজিত ডুবুরিদের মধ্যে এ পর্যন্ত একমাত্র লী-ই মারা গেছেন।
উদ্ধার অভিযান শুরু হওয়ার পর থেকে অপর ১০ ডুবুরিকে ক্লান্তি ও চাপজনিত অসুস্থতার জন্য চিকিৎসা দেয়া হয়েছে। গত ১৬ এপ্রিল ৪৭৬ জন যাত্রী নিয়ে নৌযানটি ডুবে যায়। যাত্রীদের অধিকাংশই ছিল স্কুল শিক্ষার্থী। প্রেসিডেন্ট পার্ক মঙ্গলবার এ বিপর্যয় রোধে তার সরকারের ব্যর্থতার জন্য নতুন করে ক্ষমা প্রার্থনা করেন। তিনি নিহতের সংখ্যা ২৬৩ এবং এখনো ৩৯ জন নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেন।