ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রবাসীর স্বপ্ন, স্বপ্নই রয়ে গেল। সৌদি আরবে স্ট্রোকে রহিম মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশির অকাল মৃত্যু হয়েছে। নিজরুমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
স্বপ্ন পূরণের আশায় তিন বছর আগে সৌদি আরবের জেদ্দায় পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের বীরচন্দ্র পুর গ্রামের আফিল উদ্দীনের দ্বিতীয় ছেলে মো. রহিম মিয়া (৫৩)। মঙ্গলবার রাতে তার মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে পরিবারের মাঝে শোকের মাতম শুরু হয়। পরিবারে যেন কান্না থামছেই না।
মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সহযোগিতা কামনা করেছেন মো. রহিম মিয়ার পরিবারের সদস্যরা।
বাংলাদেশ অ্যাম্বাসিতে যোগাযোগ করা হলে প্রয়োজনীয় সব কাগজপত্র আলাউদ্দিন নামে মো. রহিম মিয়ার এক আত্মীয়ের কাছে দেয়া হয়েছে। কাগজপত্রগুলো বাংলাদেশ এবং সৌদি আরবের প্রশাসনিক কাজ শেষ হয়ে গেলে তার মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে।