সৌদি আরবের দাম্মামে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গত রোববার (২৪ নভেম্বর) দাম্মামের ইনিশিয়াল কোম্পানিতে এ ঘটনা ঘটে।নিহত বাংলাদেশিরা হলেন বোরহান উদ্দিন ও মা হিম। বোরহানের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের উড়োলিয়া গ্রামে। মাহিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়।
বোরহানের পারিবারিক সূত্রে জানা গেছে, চার বছর আগে শ্রমিক ভিসায় সৌদি আরব যান তিনি। তিন বছর কাজ করার পর ছুটি নিয়ে এক বছর আগে তিনি দেশে এসে বিয়ে করেন। বিয়ের দুই মাসের মাথায় আবার সৌদি চলে যান। প্রতিদিনের মতো গত রোববার রাতে কাজ শেষে সহকর্মীসহ ঘুমিয়ে পড়েন বোরহান। এ অবস্থায় আগুন লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে সহকর্মী মাহিমসহ বোরহানের মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুনের সূত্রপাত। বর্তমানে নিহত দুই প্রবাসীর মরদেহ দাম্মামের স্থানীয় সরকারি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।