Search
Close this search box.
Search
Close this search box.

asififপবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রথমবারের মতো নাতে রাসুল গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। প্রকাশ হয়েছে তার গাওয়া ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ’।

শুক্রবার (৮ নভেম্বর) বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এটি। এই নাতে কণ্ঠ দিয়ে দারুণ উচ্ছ্বসিত আসিফ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি কেবল সূচনা। আমি নিয়মিত হামদ-নাত ও ইসলামি গান করার চেষ্টা করবো।’

chardike-ad

জানা গেছে, আগামী রমজান পর্যন্ত একই ব্যানার থেকে প্রকাশ পাবে ৬০টি গান। এই প্রজেক্ট নিয়ে আসিফ আকবর বলেন, ‘গানকে ক্যারিয়ার হিসেবে নেয়ার পর থেকেই আমার অনেক ভক্ত অনুরোধ করছিলেন বাদ্যযন্ত্র ছাড়া যেন ইসলামীক গান গাই। সাহস করে উঠতে পারিনি এতোদিন। এবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুযোগ এসেছে একটি নাতে রাসুল গাওয়ার।

সংকোচ কাটিয়ে গেয়েই ফেললাম ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়’। সবার কাছে দোয়া চাই।’ প্রসঙ্গত, ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়’ নাতটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা।