সরকারবিরোধী বিক্ষোভের ১৩তম দিনের মঙ্গলবার বিকেলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ-আল হারিরি। লেবাননের শীর্ষ দৈনিক ডেইলি স্টারের অনলাইনের খবরে তার পদত্যাগের কথা বলা হয়েছে।
হরিরির পদত্যাগের অর্থ হলো পুরো মন্ত্রিসভা পদত্যাগ করেছে বলে মনে করা হচ্ছে। হরিরি তার ডাউনটাউন বাসভবন থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন, লেবাননের রাস্তায় নেমে আসা জনগণের প্রতিক্রিয়ার জবাবে আমি এই সরকারের পদত্যাগ জমা দিতে বাবদা প্রাসাদে (রাষ্ট্রপতি ভবন) যাচ্ছি।
“রাজনৈতিক ক্ষেত্রের সমস্ত অংশীদারদের কাছে, আজ আমাদের দায়িত্ব কীভাবে লেবাননকে রক্ষা করা এবং অর্থনীতির উন্নতি করা যায়। এমন একটি ভালোর সুযোগ রয়েছে, যা হারা উচিত নয়। আমি আমার পদত্যাগ রাখছি মহামান্য রাষ্ট্রপতি এবং লেবাননের জনগণের কাছে,’- বলেন সাদ হারিরি।