ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ ২য় এশিয়ান ফোরাম অব লেজিস্লেটিভ ইনফরমেশন এফেয়ার্স (এফোলিয়া)এ যোগদানের উদ্দেশ্যে কোরিয়া আসছেন। ওই ফোরাম ছাড়াও তিনি কোরিয়ার বাংলাদেশি কমিউনিটির সাথে একটি সৌজন্যমুলক সাক্ষাত করবেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আগামী ২৯জুন রোজ শুক্রবার উক্ত সাক্ষাত অনুষ্টানে বাংলাদেশি প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস।বিকাল সাড়ে পাঁচটায় উক্ত অনুষ্টানটি দুতাবাসে অনুষ্টিত হবে।