অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সড়ক দুর্ঘটনায় শহীদ ইসলাম (৩৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে ব্রিসবেনের বল্ড হিলসের গিম্পি আর্টেরিয়াল রোডে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, একটি চোরাই মিতসুবিশিকে অস্ট্রেলিয়ার পুলিশ ধাওয়া করে। এ সময় গাড়িটি পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে একটি গাড়ি উল্টো লেনে বেপরোয়া গতিতে শহীদ ইসলামের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত শহীদের স্ত্রী ফেরদৌসী ইসলাম ও চার বছরের একটি ছেলে রয়েছে। গ্রিফিনে নতুন বাড়ির কাজ শেষ করে বর্তমান বাড়িতে ফেরার সময় এই দুর্ঘটনার শিকার হন। তার এ মৃত্যুর সংবাদে ব্রিসবেনসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।