Search
Close this search box.
Search
Close this search box.

topuবাবা হলেন সংগীতশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু। মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার স্ত্রী নাজিবা সেলিম কন্যা সন্তান জন্ম দিয়েছেন। নিজের জনপ্রিয় গানের একটি শব্দ থেকে তপু মেয়ের নাম রেখেছেন তরী।

খুশির সংবাদটি তপু তার ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন। স্ত্রী ও নবজাতকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমতে আমদের কন্যা সন্তান হয়েছে। সবাই আমাদের ছোট তরীর জন্য দোয়া করবেন। ভালোবাসা।’

chardike-ad

তপুর গাওয়া জনপ্রিয় গান ‘নূপুর’। এই গানের কথা -‘এক পায়ে নূপুর আমার, অন্য পা খালি/ এক পাশে সাগর এক পাশে বালি/ তোমার ছোট তরী বলো, নেবে কি?’ এখান থেকে তরী শব্দটি নিয়ে নিজের মেয়ের নাম রেখেছেন তিনি। ২০১২ সালের ২৩ আগস্ট রাশেদ উদ্দিন আহমেদ তপু ও নাজিবা সেলিমের বিয়ে হয়।