দক্ষিণ কোরিয়ার একটি বন্দরে দুটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডে ৯ নাবিক আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। শনিবার স্থানীয় সময় ১০টা ৫০ মিনিটের দিকে উলসান বন্দরে ক্যামেন আইল্যান্ডের পতাকাবাহী স্টল্ট গ্রোয়েনল্যান্ডে একটি বিস্ফোরণের পর সেটিতে আগুন ধরে যায় বলে দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ডের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ।
২৫ হাজার টন ওজনের ওই জাহাজে সেসময় রাশিয়া ও ফিলিপিন্সসহ বিভিন্ন দেশের ২৫ জন নাবিক ছিলেন বলে বিবিসি জানিয়েছে। স্টল্ট গ্রোয়েনল্যান্ডের আগুন পরে পাশের আরেকটি ট্যাংকারেও ছড়িয়ে পড়ে। অজ্ঞাতনামা ওই ট্যাংকারে তখন ২১ জন নাবিক ছিলেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড।
দুটি ট্যাংকারের সব নাবিককে জীবিত উদ্ধার করা গেলেও আহত ৯ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইয়োনহাপ।
অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড। আরও বিস্ফোরণের আশঙ্কায় পুলিশ উলসান বন্দরের আশপাশে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।
সৌজন্যে- বিডি নিউজ