ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে মিগ-২১ বিমান বিধ্বস্ত হয় বলে দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। তবে কি কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। খবর এনডিটিভির।
ভারতের মধ্য প্রদেশের গোয়ালিয়র শহরের বিমান ঘাঁটির কাছে প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, বিমানটি বিধ্বস্ত হলেও বিমানে থাকা দুই পাইলট অক্ষত অবস্থায় আছেন। তারা প্যারাশ্যুট নিয়ে নিরাপদে বাইরে বেরিয়ে আসেন।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় ২৭টি বিমান হারিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এর মধ্যে ১৫টি যুদ্ধবিমান এবং অন্যগুলো ছিল হেলিকপ্টার।