মালয়েশিয়ার প্রাচীন রাজধানী মালাকায় বাংলাদেশিসহ ৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ সেপ্টেম্বর মালাকা প্রদেশের জাসিন বেসতারি এবং ডুরিয়ান তুংগালে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ইমিগ্রেশন আইনের ১৯৫৯/৬৩, ৫৫ বি (১) ১৯৫৯ ধারায় তাদের গ্রেফতার করে অভিবাসন বিভাগ।
গ্রেফতারদের মধ্যে বাংলাদেশের ২০, ইন্দোনেশিয়ার ৬৩, মিয়ানমারের ৮ এবং পাকিস্তানের ১ জন রয়েছেন। মালাকা রাজ্যের ইমিগ্রেশন বিভাগের সহকারী ডিরেক্টর (এনফোর্সমেন্ট চিফ) নার আজমান ইব্রাহিম জানান, দুটি স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।
তিনি সাংবাদিকদের জানান, অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আমরা। শহর থেকে জঙ্গল পর্যন্ত অভিযান চালানো হবে। অবৈধ অভিবাসীরা যদি সরকারের ঘোষিত ব্যাক ফর গুড কর্মসূচির মাধ্যমে দেশ ত্যাগে ব্যর্থ হয় তাদের জন্য জেল-জরিমানা অবধারিত।