দক্ষিন কোরিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসরত খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার প্রবাসীরা গ্রেটার খুলনা কমিউনিটি ইন কোরিয়া গঠনের জন্য ১৩ সেপ্টেম্বর শুক্রবার উইজম্বু সিটির পাতাল মার্কেট হল রুমে একটি আলোচনা সভা এবং ভোজসভার আয়োজন করে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য একটি সমন্নয়ক কমিটি গঠন করে। এই এক বছরের মধ্যে সকল গ্রেটার খুলনাবাসীকে কমিউনিটির সাথে সম্প্রিক্ত করার জন্য কাজ করবে এই কমিটি।
এক বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটির
প্রধান সমন্বয়ক – মোঃ হাসিবুল কবির হাসিব
সমন্বয়ক- কে এম আসাদুজ্জামান আসাদ
সমন্বয়ক – মোঃ শান্ত শেখ
সমন্বয়ক- শেখ মোঃ ওমর
সমন্বয়ক- রবিউল ইসলাম বুলবুল।
কোষাধ্যক্ষ – মিজানুর রহমান সোহেল
সহ কোষাধ্যক্ষ – মোল্লা সাজ্জাদ হোসেন
নির্বাহী সদস্য ১- জি এম কামাল, ২- মেহেদী হাসান মোড়ল, ৩- মইনুল হাসান পলাশ, ৪- শেখ মামুন, ৫- মোঃ শারাফাত মোড়ল, ৬- ইমদাদুল ইসলাম মোড়ল, ৭- বি এম হাসিব, ৮- তরিকুল ইসলাম রানা, ৯- জাকির হোসেন, ১০- ফিরোজ আলম শাওন, ১১-আম্মারুল ইসলাম, ১২- সোহেল বন্দ, ১৩-শেখ মিতুল, ১৪- এস এম শাহিনুল ইসলাম শাহিন, ১৫-মোঃ আরিফ শেখ, ১৬- মিন্টু সরকার, ১৭- আবু হানিফ, ১৮- সজীব গাজী, ১৯- মোঃ রবিউল ইসলাম বন্দ, ২০- আশরাফুল আলম, ২১- ইমরান হোসেন, ২২- মোঃ রাজু শেখ, ২৩- শেখ সজল, ২৪- খায়রুল ইসলাম, ২৫-আমানুল্লাহ আমান, ২৬- মোঃ জাকির হোসেন, ২৭- মোঃ জাহিদ হাসান, ২৮-মাহাবুবুল আলম, ২৯- সবুজ হোসেন, ৩০-হুমায়ুন কবির, ৩১- আল মামুন, ৩২- শেখ তরিকুল ইসলাম, ৩৩- শেখ আরিফ, ৩৪- মোঃ আরিফুজ্জামান শাওন।
বাকি ১০ জন নির্বাহী সদস্য খুব শীঘ্রই আলোচনা সাপেক্ষে অন্তর্ভুক্ত করা হবে। সমন্বয়ক এবং নির্বাহী সদস্য সহ সর্বমোট ৫১ জন।