যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাঙালি অধুষ্যিত জ্যাকসন হাইটসে গাড়ির পার্কিং স্পট নিয়ে প্রবাসী দুই বাংলাদেশির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার রাত সোয়া ১২টার দিকে ৭৩ স্ট্রিটের হাট বাজার ও মান্নান গ্রোসারির সামনে এ ঘটনা ঘটে।
হাতাহাতির এ ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশিকে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় রাস্তার অপর পাশে খাবার বাড়ি রেস্তোরাঁর নিচতলায় পালকি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি গ্রুপের কর্মী সমাবেশ চলছিল। সমাবেশ থেকে দলের বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গত ৮ বছরের নানা অনিয়ম দুর্নীতি চিত্র তুলে ধরে ‘হটাও সিদ্দিক’ কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে অংশ নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করতেই অপর আরেকটি গ্রুপের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের বক্তব্য ও গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি।