Search
Close this search box.
Search
Close this search box.
amzon-plane-crush
প্রতীকী ছবি

ইকুয়েডরের আমাজন অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান কোম্পানি সিসেনা এয়ারক্রাফটের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের চার আরোহীর সবাই নিহত হয়েছেন। শনিবার দেশটির কর্তকর্তাদের বরাত দিয়ে ফরাসী বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, সিসেনা এয়ারক্রাফটের সিসেনা-১৮২ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চার আরোহীর প্রাণহানি ঘটেছে। ছোট ওই বিমানটিতে পাইলট ও তিন আরোহী ছিলেন। তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনো কারণ জানা যায়নি। তবে বিমান বিধ্বস্তের এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

chardike-ad

ইকুয়েডরের আমাজন অঞ্চলের মোরোনা স্যান্টিয়াগো ও জামোরা চিনচিপে সীমান্তের কাছে শুক্রবার বিমানটি বিধ্বস্ত হয়। কয়েক ঘণ্টার দীর্ঘ অভিযানের পর ইকুয়েডরের সেনাবাহিনী ও অন্যান্য সংস্থার কর্মকর্তারা শনিবার বিমানটির আরোহীদের মরদেহ উদ্ধার করেছেন।