Search
Close this search box.
Search
Close this search box.

russia-mosqueগ্রোজনি। রাশিয়ার দেশ চেচনিয়ার রাজধানী। সানজা নদী তীরবর্তী রাজধানী গ্রোজনির শেলী শহরে নির্মাণ করা হয়েছে সবচেয়ে বড় মসজিদ। ৯ হাজার ৭০০ বর্গমিটার জমির উপর নির্মিত মসজিদটি পবিত্র জুমআর নামাজ আদায়ের মাধ্যমে গত ২৩ আগস্ট শুক্রবার উদ্বোধন করা হয়েছে।

চেচনিয়ার প্রেসিডেন্ট ও নেতা রমজান ক্বাদিরোভের সমর্থনে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদটির নাম রাখা হয়েছে ‘ফাখর আল-মুসলিমিন’। বাংলায় যার অর্থ দাড়ায় মুসলমানদের গর্ব।

chardike-ad

এটিকে ইউরোপীয় অঞ্চলের সবচেয়ে বড় মসজিদ হিসেবে গণ্য করা হয়। মসজিদে বসানো হয়েছে উন্নতমানের মার্বেল পাথর। মসজিদটি স্বাতন্ত্র সৌন্দর্য ও অনন্য নকশায় তৈরি করা হয়েছে। মসজিদের বাইরে পানির ঝরনা ও ফুলের বাগানে সজ্জিত করা হয়েছে।

russsia-mosqueমসজিদটি আধুনিক ইসলামি স্থাপত্যের একটি মডেল। যাকে বর্তমান সময়ে মাস্টারপিস হিসেবে ধরা হয়। মসজিদের প্রবেশ ও সুউচ্চ ৪টি মিনার রয়েছে। দরজাগুলো একটির বিপরীতে অন্য নির্মিাণ করা হয়েছে। মূল মসজিদে একসঙ্গে ২০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারলেও মূল মসজিদ, বারান্দাসহ মসজিদের আঙিনায় প্রায় ৭০ হাজার লোক নামাজ আদায়ে সক্ষম।

উল্লেখ্য যে, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর যুদ্ধবিধ্বস্ত গ্রোজনি শহরে চেচনিয়ার নেতা রমজান ক্বাদিরভ ১০ হাজার লোক ধারণ ক্ষমতাসম্পন্ন একটি মসজিদ নির্মাণ করেছিলেন। যাকে ‘হার্ট অফ চেচনিয়া’ বা চেচনিয়ার হৃদয় হিসেবে আখ্যায়িত করেছিলেন।