Search
Close this search box.
Search
Close this search box.

prince-habeebuddinভারতের উত্তরপ্রদেশের অযোদ্ধায় ভেঙে ফেলা বাবরি মসজিদের স্থানে বিতর্কিত রাম মন্দির নির্মাণের দাবি জানিয়েছেন মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর প্রিন্স হাবিউদ্দীন টুসি। বাবরি মসজিদের স্থানে রাম মন্দিরের নির্মাণ কাজে স্বর্ণের একটি ইটও দান করতে চান তিনি।

শুধু তাই নয়, রামের জন্মভূমি এবং বাবরি মসজিদের স্থানের মালিকানা তার হাতে হস্তান্তর করারও দাবি জানিয়েছেন টুসি। তিনি বলেছেন, প্রথম মুঘল সম্রাট বাবর ১৫২৯ সালে বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন। সম্রাট বাবরের বংশধর হিসেবে এই জমির ন্যায্য মালিকানার অধিকার একমাত্র তারই।

chardike-ad

রোববার টুসি বলেন, সুপ্রিম কোর্ট যদি এই জমির মালিকানা তার হাতে ন্যাস্ত করেন, তাহলে পুরো জমিই তিনি রাম মন্দির নির্মাণের জন্য দান করবেন। বাবরি মসজিদ যেখানে তৈরি করা হয়েছিল, সেখানে আগে রাম মন্দির ছিল বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগকে তিনি শ্রদ্ধা করেন বলে জানিয়েছেন।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদী কর সেবকরা হামলা চালিয়ে ঐতিহাসিক এই মসজিদ ধ্বংস করে। বাবরি মসজিদ-সংক্রান্ত একটি মামলা দেশটির সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। মামলায় লড়তে ৫০ বছর বয়সী এই প্রিন্স সম্প্রতি পিটিশন দাখিল করেছেন। শুনানির অপেক্ষায় আছে তার সেই পিটিশন।

টুসির যুক্তি, মামলার কোনো পক্ষই তাদের দাবির পক্ষে প্রমাণ দেখাতে পারেননি। কিন্তু মুঘল সাম্রাজ্যের একজন বংশধর হিসেবে ওই জমির মালিকানা পাওয়ার অধিকার তার রয়েছে। রাম মন্দির নির্মাণের জন্য পুরো জমি দান করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সূত্র : এনডিটিভি।