Search
Close this search box.
Search
Close this search box.

sushamaভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গেছেন। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হওয়ায় নয়াদিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এ ভর্তি করা হয়। কিন্তু, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ বিজেপি নেত্রী।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে টুইটারে দেওয়া এক পোস্টে কাশ্মীরের শেষ স্বাধীনতাটুকুও কেড়ে নেয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান সুষমা।

chardike-ad

টুইটে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী। আপনাকে অনেক ধন্যবাদ। আমার সারাজীবনে আমি এটা দেখার অপেক্ষায় ছিলাম।’

মৃত্যুর মাত্র ৩ ঘণ্টা আগেও টুইট করেছিলেন সুষমা। টুইটারে দেওয়া এক পোস্টে কাশ্মীরের শেষ স্বাধীনতাটুকুও কেড়ে নেয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান সুষমা। লিখেছেন, এই দিনের জন্য সারা জীবন তিনি অপেক্ষা করেছিলেন।

তিনি লিখেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী। আপনাকে অনেক ধন্যবাদ। আমার সারাজীবনে আমি এটা দেখার অপেক্ষায় ছিলাম।’

২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন সুষমা স্বরাজ। শারিরীক অসুস্থতার কারণে এ বছর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে অংশ নেননি তিনি।