জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম বলেছেন, ‘জ্বর আসলেই মানুষ মনে করে ডেঙ্গু জ্বর হয়েছে। বিষয়টা আসলে তা না, ডেঙ্গু এটা গুজব, আপনারা গুজবে কান দিবেন না। ‘মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয় ক্ষোভ ও নিন্দার ঝড়।
জহির ইব্রাহিম তার ফেইসবুক ওয়ালে লিখেন, ‘নিন্দা জানাই এমন বক্তব্যের। যেখানে সরকারি দলের সাধারণ সম্পাদক মহোদয় সাহেব বলেছেন ডেঙ্গু পরিস্থিতি মূলত নিয়ন্ত্রণের বাইরে। মেয়র বলেছেন আত্মরক্ষার্থে লম্বা জামা মোজা ব্যবহার করতে। সারা দেশের মানুষ এটা নিয়ে এখন উদ্বিগ্ন। সেই প্রেক্ষাপটে মমতাজ বেগম এমপি কি করে বলতে পারেন এটা গুজব?’
‘প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের সকল মানুষ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন। প্রতি মিনিটে ২ জন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। ইতোমধ্যে শতাধিক লোক মারা গেছে। এর পরেও তিনি বলছেন গুজব। আমার মনে হচ্ছে অনতিবিলম্বে ওনাকে একবার পাবনা পাঠানো দরকার। ‘ – ক্ষোভ জানিয়ে লিখেছেন ফারহানা শারমিন।
সোহেল রানা লিখেন, ‘কিছু বলার আগে একটু ভেবে বলা উচিত। কারণ আজ ডেঙ্গুর কারণে অনেক মা বাবা সন্তান হারা, আজ এটা মহামারী আকার ধারন করেছে। আমাদের সবাইকে সজাগ থাকা উচিত।’
‘এই মহিলা সবসময় নিজের কথাবার্তা দিয়ে প্রমাণ করে দেন যে, আমি একজন মূর্খ নারী। ’ – সাদবিন শাকিলের মন্তব্য।
বিস্ময় প্রকাশ করে শহিদুল ইসলাম শহিদ লিখেন, ‘আপনি এমপি হওয়ার পর আমার কাছে কিন্তু গুজব মনে হয়েছিল। কারণ কোনভাবেই বিশ্বাস করতে পারছিলাম না আপনার মত লোক কি করে এমপি হয়!’
‘……… যখন এম পি/মন্ত্রী হয়, তখন এই ধরনের কথা অস্বাভাবিক নয়। সাংবাদিকদের উচিৎ এই ধরনের লোকদের সভা সমাবেশে না যাওয়া। এদের নিয়ে সংবাদ সম্মেলন না করা।’ – আমিতাভ রেজার পরামর্শ।
আরিফুর রহমানের জিজ্ঞাসা, ‘এতো গুলো নিরীহ নিস্পাপ মানুষ মারা গেছে, তাও গুজব …………র কাছে এর চেয়ে ভালো কিছু কি আসা করতে পারে জাতি ?’