Search
Close this search box.
Search
Close this search box.

flatবসবাসের প্রয়োজনে জমি বা ফ্ল্যাট কিনতে হয়। ফলে বাসস্থানের অবস্থান যেন ইতিবাচক হয়, সে দিকেও খেয়াল রাখতে হয়। কারণ এতে পরিবারে সুখ-সমৃদ্ধি বা দুঃখ-দুর্দশা জড়িত থাকে। তাই জমি বা ফ্ল্যাট কেনার আগে বাস্তুশাস্ত্র মতে ৭টি বিষয় খেয়াল রাখা উচিত।

১. জমির উত্তর এবং পূর্ব দিকে রাস্তা থাকলে, তার থেকে জমি যেন উঁচু হয়। তা না হলে বাড়ি করার সময় ভিতটি কিছুটা উঁচু বানাতে হবে।
২. যেখানে রাস্তা ‘টি’ অথবা ‘ওয়াই’ ক্রস সেকশন হয়েছে, তার উল্টো দিকের জমি কেনা উচিত নয়।
৩. রাস্তার বাঁক রয়েছে এমন প্লটে ফ্ল্যাট কেনা উচিত নয়।
৪. ব্রিজের কাছের জমি কেনা উচিত নয়।

chardike-ad

flat৫. কানাগলির শেষপ্রান্তে বাড়ি কেনা উচিত নয়। কারণ সেখানে ‘কুশক্তি’ অবস্থান করে। এতে বাড়ির মালিকের স্বাস্থ্যের অবনতি হয়।
৬. অ্যাকোরিয়াম রাখতে হলে তা লিভিং রুমের দক্ষিণ-পশ্চিম কোণে রাখা উচিত।
৭. ঘরে প্যাঁচা, ঈগল, যুদ্ধ, ক্রুদ্ধ ব্যক্তি বা ক্রন্দনরত নারীর ছবি খোদাই করা আছে এমন ফ্ল্যাট কেনা উচিত নয়।