Search
Close this search box.
Search
Close this search box.

kuwait-deathকুয়েতে জিলিব আল সুয়েক এলাকায় নিজ কর্মস্থলে দুর্ঘটনায় সোহরাব আশরাফ নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) জিলিব আল সুয়েকে গাড়ির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহতের দেশের বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বারকুন্ড আনোয়ার জুন মিলের পাশে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি গাড়ির গ্যারেজে কাজ করতেন। ঘটনার দিন গ্যারেজে একটি গাড়ির ইঞ্জিনে কাজ করার সময় ব্যবহৃত জগ ছিটকে গেলে গাড়িটি তার ওপর পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ স্থানীয় হাসপাতারে হিমাগারে রাখা হয়েছে।

chardike-ad

তার সহকর্মীরা জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শিগগিরই দেশে পাঠানো হবে।