আফগানিস্তানে তালেবানের সঙ্গে যোগ দিতে যাওয়ার চেষ্টার সময় এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে মো. দেলোয়ার হোসেন (৩৩) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, নিউ ইয়র্কের ব্রংক্স এলাকার বাসিন্দা দেলোয়ার মার্কিন সেনাদের বিরুদ্ধে লড়াই করতে আফগানিস্তানে যেতে চেয়েছিলেন। গত বছরের সেপ্টেম্বর থেকে তার ওপর নজরদারি চলছিল।
এপ্রিলে গোপনে রেকর্ড করা আলাপচারিতায় দেলোয়ারকে বলতে শোনা গেছে, ‘আমি যুদ্ধ করতে চাই। মৃত্যুর আগে আমি কয়েকটি কাফেরকে মারতে চাই।’ তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে বস্তুগত সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
এক বিবৃতিতে নিউ ইয়র্কের সাউদার্ন জেলার অ্যাটর্নি জিওফরে এস বারম্যান বলেছেন, ‘হোসেন আমেরিকানদের হত্যা করতে চেয়েছিলেন এবং বিশেষ করে বিদেশে যারা আমাদের দেশের সেবা করছেন সেই সেনা সদস্যদের লক্ষ্যবস্তু বানাতে চেয়েছিলেন।’