Search
Close this search box.
Search
Close this search box.

mushiতামিম ইকবালের উইকেট দিয়ে শুরু করেছিলেন নিজের শেষ ওয়ানডে। একটু পরই সৌম্য সরকারকে নিজের সেরা দক্ষতার জায়গা ইয়র্কারে ফিরিয়ে আভাস দিয়েছিলেন দারুণ কিছুর। তবে মাঝে কৃপণ বোলিং করলেও পাচ্ছিলেন না উইকেটের দেখা।

অবশেষে ধরা দিলো কাঙ্ক্ষিত শিকার। মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে শেষটাও রাঙালেন সেই লাসিথ মালিঙ্গা। এই যাত্রায় যোগ্য সঙ্গী হিসেবে পেলেন সমান ৩ উইকেট নেয়া নুয়ান প্রদীপকে। তাদের দুর্দান্ত বোলিংয়ে বড় হার দিয়েই সিরিজ শুরু করতে হলো বাংলাদেশকে।

chardike-ad

srilankaশুক্রবার শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৯১ রানে হেরে গেছে নয়া অধিনায়ক তামিমের দল। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে লঙ্কানরা। জবাবে ৪১.৪ ওভারে মাত্র ২২৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। একই ভেন্যুর তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে আগামী রোববার।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা : ৫০ ওভারে ৩১৪/৯ (ফার্নান্দো ৭, করুনারত্নে ৩৬, কুসল পেরেরা ১১১, কুসল মেন্ডিস ৪৩, ম্যাথিউস ৪৮, থিরিমান্নে ২৫, থিসারা পেরেরা ২, ধনাঞ্জয়া ১৮, মালিঙ্গা ৬*, প্রদিপ ০*; শফিউল ৯-০-৬২-৩, মিরাজ ৯-০-৫৬-১, রুবেল ৯-০-৫৪-১, মোসাদ্দেক ৭-০-৪৫-০, মুস্তাফিজ ১০-০-৭৫-২, সৌম্য ৫-০-১৭-১, মাহমুদউল্লাহ ১-০-৪-০)।

বাংলাদেশ : ৪১.৪ ওভারে ২২৩ (তামিম ০, সৌম্য ১৫, মিঠুন ১০, মুশফিক ৬৭, মাহমুদউল্লাহ ৩, সাব্বির ৬০, মোসাদ্দেক ১২, মিরাজ ২, শফিউল ২, রুবেল ৬*, মুস্তাফিজ ১৮; মালিঙ্গা ৯.৪-২-৩৮-৩, প্রদিপ ৯-১-৫১-৩, থিসারা ৬-০-৩৬-০, কুমারা ৭-০-৪৫-১, ধনাঞ্জয়া ১০-০-৪৯-২)।

ফল : বাংলাদেশ ৯১ রানে পরাজিত।

ম্যাচসেরা : কুশল পেরেরা।

সিরিজ : ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা।