Search
Close this search box.
Search
Close this search box.

imranতিনদিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার মার্কিন মুলুকে পা রাখেন ইমরান। এদিকে, ওয়াশিংটনে স্থানীয় সময় রোববার পাক প্রধানমন্ত্রী ইমরান খানের এক সভায় স্বাধীন বেলুচিস্তানের দাবিতে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান উঠেছে। রোববার পাকিস্তানি-আমেরিকানদের এক বিরাট সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন ইমরান। তখন বেলুচ তরুণরা সিট থেকে হঠাৎ উঠে দাঁড়িয়ে স্লোগান দেয়া শুরু করেন।

বেলুচিস্তানের নাগরিকদের ওপর পাক সেনাবাহিনীর অত্যাচার, গুম করে দেওয়ার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে সরব হয়েছেন বেলুচ নাগরিকরা। গত দু’দিন ধরে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ফোনে বার্তা পাঠাচ্ছেন।

chardike-ad

এদিকে, মার্কিন ভূখণ্ডে পা রেখে ট্রাম্প প্রশাসনের ন্যূনতম সম্মানটুকুও পাননি ইমরান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে যাননি যুক্তরাষ্ট্র সরকারের কোনো কর্মকর্তা। এর আগে আর কোনো রাষ্ট্রনেতার সঙ্গে এমন আচরণ করা হয়নি বলে দাবি কূটনীতিকদের।