nigeria-bimanএকপলক দেখলে মনে হবে হলিউডের কোনো ছবির স্ট্যান্ট। এ রকমই একটি চমকে দেয়ার মতো ঘটনার সাক্ষী হলো নাইজেরিয়ার লাগসের মুরথালা মোহাম্মদ বিমানবন্দর। বিমান ছাড়ার আগ মুহূর্তে এক যুবকের পাখায় উঠে বসার ঘটনায় হইচই পড়ে যায় আজমান বিমানের যাত্রীদের মধ্যে।

শুক্রবার এমন আজব কাণ্ড করে বসলেন নাইজেরিয়ার এক তরুণ। বিমান ছাড়ার মুহূর্তে তার ডানায় উঠে বসলেন তিনি। তারপর বিমানের কেবিনে ঢোকার চেষ্টা করেন তিনি।

chardike-ad

পুরো ঘটনা নজরে পড়ে এক ব্যক্তির। তিনি ভিডিও ধারণ করে তা ইনস্টাগ্রামে পোস্ট করেন। বিমানের পাখায় উঠে বসা ওই তরুণকে অনেক চেষ্টার পর নিচে নামাতে সক্ষম হন বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীরা। এ ঘটনার পর বিমানের যাত্রীদেরও নামিয়ে আনা হয়। আধা ঘণ্টার চেষ্টার পর ওই তরুণকে নিরস্ত্র করেন নিরাপত্তারক্ষীরা।

ইন্সটাগ্রামে এক যাত্রী জানান, বিমানটি তখন রানওয়ের দিকে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ওড়ার কথা। তখনই ওই তরুণ বিমানের দিকে দৌড়ে আসেন। তার হাতে ছিল একটি ব্যাগ। সেটি ছুঁড়ে ফেলে দেন। তার পরই লাফিয়ে বিমানের পাখায় উঠে বসেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন