বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। আগামী ২৮ জুলাই গাঁটছড়া বাঁধছেন তিনি। এ কারণে আসন্ন শ্রীলংকা সিরিজে তাকে নাও দেখা যেতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বরাত দিয়ে ক্রিকবাজ এ খবর জানিয়েছে।
ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ২৮ জুলাই বিয়ে করতে পারে লিটন। যে কারণে আসন্ন লংকা সফরে তাকে নাও পাওয়া যেতে পারে। তবে দলে রাখা হতে পারে ডানহাতি ব্যাটসম্যানকে।
পাত্রী আগে থেকেই ঠিক। মা-বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করছেন লিটন। তার নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। বিশ্বকাপের আগে গত ১৭ এপ্রিল তার সঙ্গে আংটি বদল করেন তিনি। দিনাজপুরের মেয়ে দেবশ্রী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার সঙ্গে সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন লিটন। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত দিনেই মালাবদল করবেন তারা। বাঁধা পড়বেন সাতপাকে।