বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও পবিত্র হ্জ পালনে সৌদি আরব যাচ্ছেন। ফলে আসন্ন শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে খেলা হবে না তার। বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল দেশে ফিরলেও দলের সঙ্গে ফেরেননি সাকিব। জানা গেছে, বোর্ডের কাছে তিনি ছুটির আবেদন করেছেন। তবে ক্রিকেট বোর্ডের কাছে ছুটির ব্যাপারে সাকিব আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি।
সাকিবের ছুটির ব্যাপারে নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘টানা ক্রিকেট খেলার কারণে সাকিব হয়তো ক্লান্ত। তাই সে বিশ্রাম চেয়েছে। তবে আমি যতটুকু জানি, এই সময়ে সে হজ পালন করতে যাবেন। এ ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি আমরা।’ সাকিব গত বছর পবিত্র হজ পালন করেছিলেন। হজের কিছুদিন আগে স্ত্রী-সন্তান নিয়ে ওমরাও পালন করেন তিনি।