Search
Close this search box.
Search
Close this search box.

bcs৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (১ জুলাই) এই ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন ৯ হাজার ৮৬২ জন। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৯ জুলাই থেকে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। মৌখিক পরীক্ষার চূড়ান্ত সূচি পরে জানিয়ে দেওয়া হবে। ৩৮তম বিসিএসে অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করলেও ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারিতে অংশ নেন। তাদের মধ্যে ১৪ হাজার ৫৪৬ জন বসেছিলেন লিখিত পরীক্ষায়। এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট দুই হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

chardike-ad

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল পিএসসির ওয়েবসাইট (http://www.bpsc.gov.bd/) থেকে জানা যাবে। এছাড়া, টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে 38 লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর (যেমন 123456) লিখে 16222 নম্বরে পাঠালে ফল পাওয়া যাবে।