Search
Close this search box.
Search
Close this search box.

bubliঈদের পরপরই নতুন ছবির শুটিং শুরু করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের বিপরীতে জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে কাজ করছেন তিনি। এই ছবির শুটিং আজ চলছিল রাজধানীর ইমপালস হাসপাতালে। সেখানে আজ গুরুতর আহত হন নায়িকা বুবলী।

তিনি আজ মঙ্গলবার সন্ধ্যায় জানান, ‘রাজধানীর ইমপালস হাসপাতালে দুপুর থেকে চলছিল ছবির শুটিং। সেখানে আমার মাথায় আঘাত লাগে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইমপালস হাসপাতালের জরুরি বিভাগের গেটে এমন ঘটনা ঘটে।’

chardike-ad

দৃশ্যটি ছিল, হাসপাতালের জরুরি বিভাগে অসুস্থ বুবলীকে কাঁধে করে নিয়ে আসবেন শাকিব খান। এ দৃশ্য করতে গিয়ে শাকিব খানের কাঁধ থেকে গ্লাসে দরজা ঠেলে ভেতরে আসার সময় বুবলী মাথার বাম পাশে আঘাত পান। এরপর ব্লিডিং হলে চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দেন। আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে।

বুবলীর আঘাতের সময় শুটিং সেটে ছিলেন পরিচালক জাকির হোসেন রাজু, অভিনেত্রী সাবেরি আলম, নাজিবা বাশার প্রমুখ। ‘মনের মতো মানুষ পাইলাম না’ প্রযোজনা করছেন দেশ মা‌ল্টিমি‌ডিয়া। এর সা‌র্বিক তত্ত্বাবধা‌নে আছেন যুবলী‌গ ঢাকা মহানগর দ‌ক্ষিণের সভাপ‌তি ইসমাইল চৌধুরী সম্রাট।