দক্ষিণ অফ্রিকার দেশটির সবচেয়ে বড় শহর জোহানেসবার্গে ডাকাতের গুলিতে শাহাদাত হোসেন (২৪) নামে এক প্রবাসী বাংলাদেশি খুন হয়েছেন। রবিবার (২ জুন) শহরটির ইস্টরেন্ডের ডিপসলোট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাত চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বেপারি পাড়ার এস্তেফাজ উদ্দীনের ছেলে। তিনি চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা যান বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
জোহানেসবার্গে অবস্থানরত নিহত শাহাদাতের বড় ভাই মোহাম্মদ রুবেল জানান, ইফতারের পর সন্ধ্যা ৬টার দিকে ৩/৪ জনের একদল সশস্ত্র ডাকাত দোকানে ঢুকে ডাকাতি করে চলে যাওয়ার সময় শাহাদাতকে লক্ষ্য করে গুলি করে। পরে অন্যান্য বাংলাদেশিদের সহযোগিতায় গুলিবিদ্ধ শাহাদাতকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নিহত শাহাদাত হোসেনের প্রতিবেশী কাইসার হাসান বাপ্পী জানান, বড় ভাই রুবেলের ব্যবসায় সময় দিতে শাহাদাত ৬ মাস আগে সাউথ আফ্রিকাতে যায়। ৩ ভাই ২ বোনের মধ্যে তিনি ৫ম।