লেবাননে নারী-সংক্রান্ত বিষয়ের জেরে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার করম আলী নামে এক বাংলাদেশির এলোপাতাড়ি ছুরিকাঘাতে ফখরুল (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। লেবাননের নাভা এলাকায় ২৫ মে শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বর্তমানে ফখরুলের লাশ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত ফখরুল কুমিল্লার দেবিদ্বার থানার ফতেহাবাদ গ্রামের আব্দুল অহিদের ছেলে। ২০১৮ সালে ফখরুল ‘রামকো’ কোম্পানির ভিসা নিয়ে লেবানন আসেন। লেবানন আসার আগে সে দেশে দিনমজুরের কাজ করতেন।
ঘটনার বিবরণে জানা যায়, সাথী আক্তার নামে এক নারীকর্মীর সঙ্গে ঘাতক করম আলীর দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল। পরবর্তীতে সাথী আক্তার করম আলীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে নিহত ফখরুলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে একসাথে বসবাস করতে শুরু করে।
এরই জেরে করম আলী রাগের বশবর্তী হয়ে শুক্রবার রাতে তাদের রুমে অতর্কিত হামলা চালিয়ে ছুরি দিয়ে ফখরুলের সারা শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যেতে চাইলে স্থানীয় লেবানিজরা তাকে আটকে রেখে পুলিশের হাতে সোপর্দ করে।
এদিকে আহত ফখরুলকে স্থানীয় পুলিশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর সাথী আক্তার পালিয়ে রয়েছে বলে জানা গেছে। তার দেশের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর থানায়।
এ ধরনের নৃশংসতম হত্যাকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি দেশটিতে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে।
উল্লেখ্য, লেবাননে কিছু নারী পুরুষ কাজ করতে এসে লিভ টুগেদার নামে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার ফলে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে।