Search
Close this search box.
Search
Close this search box.

saudi-princeসৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটির ক্ষমতা গ্রহণের পর থেকেই নানা বিষয়ে সংবাদের শিরোনামে এসেছেন। এবার অবশ্য তিনি নিজের কোনো কর্মকাণ্ডের জন্য জন্য শিরোনাম হননি। বরং তাকে শিরোনামে এনেছেন ইসরাইলেন এক নারী।

নি’মাহ নামের ইসরাইলি ওই নারী রাজনীতিবিদ দেশটির টিভি চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর আই’কে দেয়া এক সাক্ষাৎকারে এসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করায় ফের শিরোনামে এসেছেন তিনি।

chardike-ad

আল-জাজিরার সংবাদে বলা হয়েছে, সৌদি আরব ও ইসরাইলের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার জন্য নি’মাহ বিন সালমানের প্রতি একটি খোলা চিঠিও লিখেছেন। চিঠিতে তিনি যুবরাজকে ‘এমবিএস’ সম্বোধন করে তার দেশ ইসরাইলের প্রতি সমর্থন জানানোর আহ্বান করেছেন।

লক্ষণীয় ব্যাপার হলো, ২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স নির্বাচিত হওয়ার পর থেকে উভয় দেশের মধ্যে বেশ উষ্ণ সম্পর্ক তৈরি হয়েছে। এরই মধ্যে বিন সালমানকে এই তরুণীর বিয়ের আগ্রহের কথা খুব চাঞ্চল্য সৃষ্টি করেছে।