রমজান মাস উপলক্ষে সিনেস্পটের ব্যানারে অনলাইনে মুক্তি পেল ‘দ্যা পিস’ শিরোনামের ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন অনন্য মামুন। এতে অভিনয় করেছেন, বিশিষ্ট খ্যাতিমান শিল্পী রাইসুল ইসলাম আছাদ, ইমতু রাতিশ, তুরিন ইসলাম, মৌ, সাহেদ আলী, মাসুম বাশার, মিলি, আরো অনেকে।
অনন্য মামুন বলেন, ‘ইসলাম এবং আধুনিক জীবনের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটি। সকল বয়সী দর্শকদের আশাকরি ভালো লাগবে। ’
অনন্য মামুন আরও বলেন, ‘বাংলাদেশের প্রথম ইসলামিক ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। ওয়েব সিরিজটি নির্মাণ করকে গিয়ে অনেক কিছু নতুন করে শিখেছি।বিশেষ করে ধর্মপ্রান দর্শকদের ভালো লাগবে এই ওয়েব সিরিজটি ।’