Search
Close this search box.
Search
Close this search box.

amirat-romzanপবিত্র রমজান মাসে প্রকাশ্যে পানাহার বা ভিক্ষা করলে শাস্তির বিধান করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি রোজায় প্রকাশ্যে খাবার গ্রহণ এবং ভিক্ষাবৃত্তির শাস্তি হিসেবে জেল ও জরিমানার আইন পাস করেছে দেশটি।

নতুন এ আইনটি অনুযায়ী, রোজার সময় কোনো ব্যক্তি প্রকাশ্যে কিছু খেলে বা পান করলে অথবা অন্য কাউকে খেতে উৎসাহ দিলে শাস্তি হিসাবে এক মাসের জেল এবং জরিমানা দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৬ হাজার টাকা।

chardike-ad

পাশাপাশি কোনো দোকানি কাউকে খেতে উৎসাহিত করলে শাস্তি হিসাবে এক মাসের জন্য তার দোকান বন্ধ করে দেয়া হবে। এছাড়া রমজান মাসে কেউ ভিক্ষা করলে তাকেও জেলে যেতে হবে বলে আইন করা হয়েছে।

আরব আমিরাতের পেনাল কোড অনুযায়ী এসব শাস্তি কার্যকর হবে। তবে নতুন এ আইনটিতে মুসলিম ও অন্য ধর্মাবলম্বীদের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। তাই অনেকে আইনটির সমালোচনাও করেছেন।