mumbaiসিঙ্গাপুরে হিলিয়স ক্যাপিটালের প্রতিষ্ঠাতা সমীর অরোরা। ভারতের বাণিজ্যিক রাজধানীখ্যাত মুম্বাইয়ে বিশেষ কাজে আসেন তিনি। বৃহস্পতিবার মুম্বইয়ের লোয়ার প্যারেল এলাকায় শপিং মলে যান সিঙ্গাপুরের এই ধনকুবের।

সেখানে গিয়ে যে অভিজ্ঞতার স্বীকার হতে হলো তাকে, তা বোধ হয় কখনও ভুলতে পারবেন না তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম বলছে, ওইদিন লায়ার প্যারেলে শপিং মলের বাইরে একটি মুখ খোলা ম্যানহোলে পড়ে যান সমীর। কয়েক মুহূর্তের জন্য যেন থমকে যান তিনি।

chardike-ad

ভাগ্যের জোরে বেঁচে গেলেও শরীরের বেশ কিছু জখম হয় তার। জীবন ফিরে পেয়ে যেন পুনর্জন্ম পেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের অভিজ্ঞতার কথা সমীর লিখেছেন, সবাই বলেন, মুম্বাই মেরি জান, কিন্তু মুম্বায়েই আমার জীবন চলে যেতো।

মুম্বাইয়ে ম্যানহোলে পড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। গত মার্চে ম্যানহোলে পড়ে প্রাণ হারাণ এক চিকিৎসক।