সৌদি আরবের আল-ওকিলা নামক স্থানে মোহাম্মদ রাজু নামে এক বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। মোহামদ রাজুর বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে। তার বাবার নাম মোহামদ বাচ্চু।
জানা গেছে, আল-ওকিলাতে সেলুনে কাজ করতেন রাজু। তিনি ৪-৫ দিন নিখোঁজ ছিলেন। তার কোনো সন্ধান না পেয়ে সবাই তাকে খোঁজাখুঁজি করছিলেন। একপর্যায়ে পরিত্যক্ত একটি ঘর থেকে গন্ধ বেড়িয়ে আসে। এতে স্থানীয়রা গিয়ে তার লাশ ঝুলন্ত অবস্থায় পান।
পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। রাজুর লাশ স্থানীয় ওকিলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এটি কি খুন না আত্মহত্যা? সে বিষয়ে এখনও বলতে পারছে না পুলিশ।