জর্ডানের ইরবিদে আল হাসান এলাকায় ক্ল্যাশিক ফ্যাশন এপ্যারেলস ইন্ডাস্ট্রিতে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য দেশের অভিবাসীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উপভোগ করে।
ক্ল্যাশিক ফ্যাশন এপ্যারেলস ইন্ডাস্ট্রির আমন্ত্রণে বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী মনির খান গান পরিবেশন করেন। এ ছাড়াও বাংলাদেশ থেকে আগত ইশরাত শর্মী ও তানিশা খান সংগীত পরিবেশন করেন।
ক্ল্যাশিক ফ্যাশন এপ্যারেলস ইন্ডাস্ট্রিতে কর্মরত সব প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা আনন্দের মধ্যেই পহেলা বৈশাখ উদযাপন করেন। এ ছাড়াও মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন স্টল সাজানো হয়।
মনির খানের গানে প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা বৈশাখের আনন্দ সূদুর জর্ডানে উপভোগ করেন। ক্ল্যাশিক ফ্যাশন এপ্যারেলস ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান শ্যানল কুমার সব শ্রমিকদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ক্ল্যাশিক ফ্যাশন এপ্যারেলস ইন্ডাস্ট্রির ফ্যাক্টরি ব্যবস্থাপক ফারুক মিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।