accident-mahbubমালয়েশিয়াতে সড়ক দুর্ঘটনায় মাহবুর রহমান (৩৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে সিরামবাগ চুঙ্গুরাজ্জাক এলাকায় প্রাইভেটকারের চাপায় তার মৃত্যু হয়। নিহত মাহবুর রহমান নাটোরের বড়াইগ্রামের আহমেদপুর কায়েমকোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

নিহতের আত্মীয়রা জানান, মাহবুর ২০১৮ সালের ১২ ডিসেম্বর জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি দেন। তিনি সেখানে ইনকু ফাইবার পিন কোম্পানিতে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও সাত বছরের এক ছেলে রয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

chardike-ad

শুক্রবার দিবাগত রাত ১২টায় তার মরদেহ বাংলাদেশে আসার কথা রয়েছে। আগামীকাল শনিবার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। জোয়াড়ি ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।