রাজধানীর কারওয়ান বাজারে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টা ৪৮ মিনিটের দিকে কারওয়ান বাজারের হার্ডওয়্যার মার্কেটে এ আগুন লাগে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আধঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।