Search
Close this search box.
Search
Close this search box.

kuwaitকুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত সময়ে পাসপোর্ট ডেলিভারি দেয়া যাচ্ছে না বলে দেশটির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর ঢাকা থেকে পাসপোর্ট আনতে বিলম্ব হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। সোমবার (১ এপ্রিল) কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

যেসব প্রবাসী পাসপোর্টের জন্য আবেদন করেছেন তারা সরবরাহকৃত তারিখের কমপক্ষে ১৫ দিন পরে দূতাবাস থেকে পাসপোর্ট ডেলিভারি নেয়ার জন্য আহ্বান জানানো হয়।

chardike-ad

কুয়েত প্রবাসীদের সাময়িক অসুবিধার জন্য দূতাবাসের পক্ষ থেক দুঃখ প্রকাশ করা হয়। অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ এপ্রিল বৃহস্পতিবার পবিত্র শবে মেরাজ উপলক্ষে দূতাবাস বন্ধ থাকবে এবং রোববার ৭ এপ্রিল থেকে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা যথারীতি প্রদান করা হবে।