কাজাখস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রাশিয়ার তৈরি এমআই-৮ কপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ১৩ সেনা সদস্য ছিল।
এতে বলা হয়েছে, ’সামরিক কর্তব্য পালনকালে ১৩ সদস্য নিহত হয়েছে।’ কাজাখস্তানের নতুন প্রেসিডেন্ট কাসিম –জমার্ত তোকায়েভ টুইটাবার্তায় বলেছেন, তিনি এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
১৯৬০ সালের দিকে সোভিয়েত আমলে এমআই-৮ হেলিকপ্টার তৈরি শুরু হয়। এটি দুর্গম এলাকায় যাত্রী ও পন্য সরবরাহের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সম্প্রতি এই মডেলের কয়েকটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বছরের আগস্টে সার্বিয়ায় এই মডেলের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত হয়েছিল।