ইতালিতে সড়ক দুর্ঘটনায় মুহিতুর রহমান চৌধুরী লকুছ (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ইতালির দক্ষিণে পালেরমোয় স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার বালিগাঁও গ্রাম।
জানা গেছে, শনিবার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় রাস্তা পার হওয়ার সময় ভিয়া রোমা নামক স্থানে দুর্ঘটনায় নিহত হন লকুছ। তিনি বাংলাদেশ সমিতি পালেরমোর সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের বর্তমান কমিটির উপদেষ্টা ছিলেন। এছাড়াও অসংখ্য সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। প্রায় দুইযুগ ধরে ইতালির পালেরমো শহরে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করেতেন।
মুহিতুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পালেরমো আওয়ামী লীগের সভাপতি সেকান্দার মিয়া, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, বিএনপির সভাপতি বদরুল আলম শিপু, সাধারণ সম্পাদক মাসুদ আকন, কাউন্সিলর আলামিন, কাউন্সিলর ডালিয়া আক্তার সুমি, কাউন্সিলর শেখ জাহিদ আহমেদসহ প্রবাসী বাংলাদেশিরা। মুহিতুর রহমানের মৃত্যুতে ইতালিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।