মনোযোগ দিয়ে অনলাইন গেম পাবজি (প্লেয়ার আননোউনস ব্যাটলগ্রাউন্ড) খেলতে চেয়েছিলেন মালয়েশিয়ার এক যুবক। কিন্তু চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং চার বছরের সন্তান বারবার তার খেলায় ব্যাঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই ইচ্ছামতো পাবজি খেলার সুবিধার্থে স্ত্রী ও সন্তানকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। গেম বিষয়ক মার্কিন ব্লগ গেমর্যান্ট জানায়, ঘটনাটি ফেসবুকে লিখে জানিয়েছেন ওই ব্যক্তির স্ত্রী।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই তরুণের স্ত্রী অভিযোগ করেন, ভাইদের কাছ থেকে পাবজি খেলা শেখেন ওই ব্যক্তি। একসময় সেটা নেশায় পরিণত হয়। ধীরে ধীরে সেই নেশা এতটাই তীব্র রূপ নেয় যে, দিন-রাত সব কাজ ছেড়ে শুধু গেম নিয়েই থাকতেন তিনি। সংসারের দিকে কোনও খেয়াল ছিল না। এই নিয়ে প্রায়ই সংসারে অশান্তি লেগেই থাকত।
ওই নারী আরও বলেন, কিছু বলতে গেলেই তার স্বামী ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপের পাল্টা অভিযোগ আনতেন। স্বামীর এমন কাজের প্রতি তার বিন্দুমাত্র সমর্থন নেই বলেও জানান তিনি। প্রায় মাসখানেক আগে সন্তানসহ স্বামী তাকে ছেড়ে যান বলেও ফেসবুক পোস্টে জানান ওই নারী।
সৌজন্যে- ঢাকা ট্রিবিউন