Search
Close this search box.
Search
Close this search box.

tangail-newsটাঙ্গাইল শহরে ৩০ বছরের জন্য রোড লাইটসহ আলোকযন্ত্র স্থাপন বা প্রতিস্থাপনের জন্য পৌর মেয়রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার ইন্সপায়ার গ্রুপের চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার সকালে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে পৌর কাউন্সিলর ও কর্মকর্তাদের উপস্থিতিতে মেয়র জামিলুর রহমান মিরন ও ইন্সপায়ার গ্রুপের সিইও মি. রিক মাইয়গে চুক্তি স্বাক্ষর করেন।

শহরের অনেক এলাকায় রোড লাইট থাকলেও অনেক এলাকা এখনো অন্ধকারে। এ প্রকল্পের আওতায় পুরো শহরে লাইট বা আলোকযন্ত্র স্থাপন বা প্রতিস্থাপন করা হবে।

chardike-ad

অনুষ্ঠানে মি. রিক মাইয়গে বলেন, ‘‘চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে এখানে বিদ্যুতের পার্থক্য বোঝার জন্য বর্তমান লাইট ও তার পাশাপাশি আমাদের তৈরি লাইট স্থাপন করে মিটার লাগানো হবে। পার্থক্য বুঝে এখানে ৩০ বছরের জন্য বিদ্যুৎ সাশ্রয়ী লাইট স্থাপন করা হবে।’’

তিনি বলেন, ‘‘এখানে প্রতিমাসে আলোকসজ্জার জন্য যে টাকা বিদ্যুৎ বিল দেওয়া হয়ে থাকে এবং আমাদের লাইট লাগানোর পর বিদ্যুৎ বিলে যে টাকা সাশ্রয় হবে, তা দিয়ে আলাদা ফান্ড করা হবে। ৩০ বছর পর আমাদের খরচের টাকা বুঝে নিয়ে বাকি টাকা পৌরসভার কাজে ব্যয় করা হবে।’’

সৌজন্যে- রাইজিংবিডি