Antaraমা হলেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী ইফশিতা জামান অন্তরা। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। দুজনেই এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন অন্তরা।

২০১৭ সালে আরিফুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অন্তরা। এটি তাদের প্রথম সন্তান। মা হওয়ার অনুভূতি ব্যক্ত করে অন্তরা বলেন, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। বাবু এখন সুস্থ আছে। ওর নাম রেখেছি ইমাম ওসমান। ডাক নাম আরিশ। আমার সন্তানের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি।’

chardike-ad

পাবনার মেয়ে ইফশিতা জামান অন্তরা ২০১৫ সালে দীপু হাজরার পরিচালনায় ‘থ্রি কমরেডস’ নামে ধারাবাহিক নাটকের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন অন্তরা। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটির কাজ শুরু হয় ২০১৩ সালের নভেম্বরে। এর পর ২০১৫ সালে এতে যুক্ত হন অন্তরা।

এরপর একই নির্মাতার ‘মেঘের বাড়ি যাব’, ‘লাড্ডু’, ‘সেতু বন্ধন’ নামে এক ঘণ্টার নাটকে অভিনয় করেন অন্তরা। এ ছাড়া চয়নিকা চৌধুরীর ‘টম অ্যান্ড জেরি’, বেলাল সানির ‘ঠ্যাটা পরিবার’, আবির মাহমুদের ‘নায়ক লালচাঁদ’, আশরাফ আহমেদের ‘একেলা মন’, ‘একটি সিনেমার গল্প’, ‘পাগলের ডাক্তার’, ‘বউ মরা কপাল’সহ মোট ১৮টি খণ্ড নাটকে অভিনয় করেন তিনি।

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘ভ্যাগাবন্ড’-এ অভিনয় করেন অন্তরা। এছাড়া জি এম সৈকতের ‘লেডি গোয়েন্দা’, শামীম জামানের ‘ঝামেলা আনলিমিটেড’ ধারাবাহিক নাটকেও অভিনয় করেন তিনি।

ছোট পর্দার পাশাপাশি রুপালি জগতেও রয়েছে তার পদচারণা। চলতি বছর চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজানের ‘রাগী’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। এদিকে ‘রাগী’ সিনেমার কাজ শেষ না হতেই শওকাত ইসলাম পরিচালিত ‘নদীর বুকে চাঁদ’ সিনেমায় নাম লেখান অন্তরা। এ সিনেমার কাজও প্রায় শেষের পথে।