Search
Close this search box.
Search
Close this search box.

south-korea-trailমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে বড় পরিসরে সামরিক মহড়া বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছেন তার সমর্থনে তিনি বক্তব্য রেখেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পরমাণু আলোচনা ব্যর্থ হওয়ার ভেতরেই প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া বাতিলের পক্ষে নিজের অবস্থান তুলে ধরলেন।

তিনি এক টুইটার বার্তায় বলেন, “আমি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যে কারণে সামরিক মহড়া অব্যাহত রাখতে চাই না তা হচ্ছে- আমেরিকার কোটি কোটি ডলার বাঁচাতে চাই আমি। প্রেসিডেন্ট হওয়ার বহু আগে থেকেই এটা ছিল আমার অবস্থান। অবশ্য, উত্তর কোরিয়ার সঙ্গে এ মুহূর্তে উত্তেজনা কমানোও ভালো কিছু।”

chardike-ad

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা ব্যর্থ হওয়ার অল্প পরেই প্রেসিডেন্ট ট্রাম্প এসব মন্তব্য করলেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ঘোষণা করেছে যে, দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ সামরিক মহড়া বাতিলের অর্থ হলো উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা কমানো এবং ওয়াশিংটনের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা।

উত্তর কোরিয়ার নেতার সঙ্গে এ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প দু দফা বৈঠক করলেও তা ব্যর্থ হয়েছে।