audiনামাজের সময় দোকান খোলা রাখা হবে নাকি বন্ধ করতে হবে, সে ব্যাপারে সিদ্ধান্তে আসার জন্য সৌদি আরবে ইতোমধ্যেই শূরা কাউন্সিলের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে আইন জারি করা হবে।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, শূরা কাউন্সিলের সহকারী প্রধান ডা. ইয়াহিয়া আল সামানকে আহ্বায়ক করে এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে গত রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
তাতে বলা হয়েছে, নামাজের সময় দোকান বন্ধ রাখা-না রাখার বিষয়টি ওই কমিটি বিবেচনা করবে। তবে তাদের সিদ্ধান্ত যেন পূর্বের কোনো সিদ্ধান্তের সঙ্গে দ্বন্দ্ব তৈরি না করে, সে ব্যাপারেও কমিটির লোকজনকে সরকারিভাবে নির্দেশনা দেয়া আছে।
জানা গেছে, ওই কমিটিতে স্থান পেয়েছেন সে দেশের শূরা কাউন্সিলের বিশিষ্ট পাঁচ ব্যক্তি। তবে ওই পাঁচ ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।