সংযুক্ত আরব আমিরাতে ফুজাইরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় জালাল আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার পূর্ব গোয়ালজুন সিফাত উল্লাহর ছেলে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফুজাইরা-দিব্বা রোডে তুইন নামক স্থানে নিজ গাড়ির চাকা লাগতে গেলে পেছন দিকে থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ঘাতকচালক স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন। নিহতের মরদেহে বর্তমানে দিব্বা হাসপাতালের মর্গে রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে বলে জানান দুবাই বাংলাদেশ কনস্যুলেট। তিনি আল-ওতানিয়া ডকুমেন্টস ক্লিয়ার কোম্পানিতে ১১ বছর ধরে কর্মরত ছিলেন।
আমিরাত কানাইঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের মিডিয়া ও প্রচার সম্পাদক হেলাল উদ্দিন তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। সংগঠনটি তার মরদেহ দেশে পাঠানো ও স্থানীয় আইনি প্রক্রিয়ায় সহযোগিতার করে যাচ্ছেন।